Bangla Islamic Gojol Lyrics 2018 | Chokher Tara Name Muhammad | Bangla Naat
বাংলা নাতে রসুল - চোখের তারা নামে মুহাম্মদ।
চোখের তারা নামে মুহাম্মদ,
মনের উজালা নামে মুহাম্মদ।
মহামহিম আল্লাহ তাআলা,
সবখানে লিখেছেন নামে মুহাম্মদ।
দৌলত যদি চাও উভয় জাহানের,
পড় ওয়াযীফা নামে মুহাম্মদ।
কেন মুসলমান হবেনা কুরবান!
খোদার প্রিয় নামে মুহাম্মদ।
নূহ-খলীল আর মুসা ও ঈসা,
সবারই আক্বা নামে মুহাম্মদ।
হবে সে সফল উভয় জাহানে,
দিনরাত যে জপে নামে মুহাম্মদ।
রাখবে কবরে যখন হে বন্ধু,
শুনায়ো মোরে নামে মুহাম্মদ।
হাশরে মিযান আর পুলসিরাতে,
দিবে সাহারা নামে মুহাম্মদ।
রাযার প্রতি কুরবান আমি,
শিখালেন যিনি নামে মুহাম্মদ।
জামিল রযবীর হৃদয়ের মাঝে,
এসে গেঁথে যাক নামে মুহাম্মদ।
=========================
নাতটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরুধ রইল।
Leave a Comment