Bangla New Gojol | Ya Ilahi Har Jagah Bangla Naat Lyrics | Bangla Naat


bangla gojol


Ya Ilahi Har Jagah Bangla Naat Lyrics


ইয়া ইলাহী, সদাই আমি তোমার দানের সঙ্গ চাই,
মুশকিলেতে পড়লে তখন আছানকারীর সঙ্গ চাই।

ইয়া ইলাহী, ভুলতে চাই মরণের যন্ত্রণা,
মুস্তফারই নেক চেহারার দীদার লাভের সঙ্গ চাই।

ইয়া ইলাহী, আঁধার গোরে আসবে যখন কঠিন রাত,
তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই।

ইয়া ইলাহী, রোজ হাশরে পড়বে যখন দারুন শোর,
নিরাপত্তা আর শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই।

ইয়া ইলাহী, দারুন তৃষ্ণায় জিহ্বা যখন হইবে বের,
আবে কাউছার পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই।

ইয়া ইলাহী, রোজ হাশরে সূর্য যখন মাথার উপর,
ছায়া বিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই।

ইয়া ইলাহী, হাশর তাপে শরীর যখন কলসিত,
প্রিয় নবীর আঁচল তলের শীতল হাওয়ার সঙ্গ চাই।

ইয়া ইলাহী, বয়বে যখন পাপের ভয়ে অশ্রু মোর,
মিষ্ট হাসির ওষ্ঠ হতে সেই সে দোয়ার সঙ্গ চাই।

ইয়া ইলাহী, কাঁদবো যখন আমল নামা পাঠ করে,
শাফায়াতের আশায় তখন মুরতাজারই সঙ্গ চাই

ইয়া ইলাহী, আমার যখন নির্লজ্জতা বৃদ্ধি পায়,
তখন তাহার লজ্জা নরম দৃষ্টি মালার সঙ্গ চায়।

ইয়া ইলাহী, হাঁটব যখন পুল সিরাতের পথ ধরে,
হেদায়তের সূর্যালোকের আমি তখন সঙ্গ চাই।

ইয়া ইলাহী, চলতে যখন হইবে ধারে তরবারির,
রব্বী সাল্লিম মুখের বানী সেই দরদীর সঙ্গ চাই।

ইয়া ইলাহী, চাইব যখন তোমার কাছে নেক দোয়া,
পবিত্র মুখ রব্বানারই আস্থাভানের সঙ্গ চাই।

ইয়া ইলাহী, রযা যখন সিজদা হতে তুলবে শির,
মুস্তফার ঐ জাগ্রত প্রেম দৌলতেরই সঙ্গ চাই।


[প্রিয় পাঠক! এই দু'আটি আ'লা হযরত (رحمة الله عليه) লিখেছেন]

[ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন] 



No comments

Powered by Blogger.